কুল্লা ইউনিয়ন পরিষদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল নাগরিকের জন্ম নিবন্ধন ডিজিটাল করা বাধ্যতামূলক। ০ থেকে ৪৫ দিনের নবজাত সকল শিশু ও ৪৬ থেকে ০১বছরের মধ্যে সকল শিশুর জন্য নিবন্ধন জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:
১। টিকা কার্ড/স্কুল বোর্ড সনদপত্র/ডাক্তারের প্রত্যয়পত্র
২। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি ।
৩। ট্যাক্স রশিদ (হাল সন) ফটোকপি।
৪। বাড়ীর হোল্ডিং নম্বর।
৫। সচল মোবাইল।
৬। বাবা অথবা মায়ের এক কপি ছবি।
৭। বিদ্যুৎ বিল।
মৃত্যু নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:
১। মৃত ব্যক্তির ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি।
২। পুত্র/কন্যা/স্বামী/বাবা/মা/স্ত্রীর ডিজিটাল জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। মৃত্যুর কারণ ও মৃত্যুর তারিখ।
৪। সচল মোবাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস