দেশে আনুষ্ঠানিক যাত্রা করলো বিশ্বের বৃহত্তম পাবলিক ওয়েভ পোর্টাল। এর মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার এক অনুপম বাতায়ন উন্মুক্ত হলো বলে মনে করছে সংশ্লিষ্টরা।

'ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডে' উপলক্ষে সরকারের বিভিন্ন সংস্থার ২৫ হাজার ৪৩টি ওয়েভ সাইটকে যুক্ত করে সোমবার এই ওয়েভ পোর্টাল উদ্বোধন করা হয়। খবর বাসসের।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘জাতীয় তথ্য বাতায়ন’ নামে ওই ওয়েভ পোর্টাল উদ্বোধন করেন। তিনি ল্যাপটপের বোতাম টিপে কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্ত একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগ ও তত্ত্বাবধানে এবং ইউএনডিপি ও ইউএসএআইডি’র কারিগরি সহায়তায় বিশ্বের বৃহত্তম এই ওয়েভ পোর্টাল তৈরি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন সরকারি সংস্থার ২৫ হাজার ৪৩টি ওয়েভ সাইটকে যুক্ত করার দৃষ্টান্ত স্থাপন করে। এই পোর্টালে রয়েছে ইউনিয়নের ৪,৫৫০টি, উপজেলার ১৪,৬৪০টি, জেলার ৪,০৩২টি, বিভাগের ৪৫৫টি, জেলা পরিষদের ৬৪টি, উপজেলা পরিষদের ৪৮৮টি, মন্ত্রণালয় ও বিভাগের ৫৫টি, পরিদফতরের ৩৪৫ এবং সিটি করপোরেশন ও পৌরসভার ৪১৪টি ওয়েভ সাইট।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুস সোবহান সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।