কুল্লা ইউনিয়নের অন্তর্গত বাড়ীগাঁও, মামুরা (৫, ৬নং ওয়ার্ড) এর কুল ঘেসে বয়ে চলা বংশী নদী। এটি একটি ঐতিহ্যবাহী নদী। অতীতে এই নদী অনেক বেশি প্রসস্ত ও খড়স্রোতা ছিল। এই নদীতে তখন ইলিশ মাছও পাওয়া যেত। শুষ্ক মৌসুমেও এই নদী কানায় কানায় পূর্ণ থাকতো। বর্তমানে নদীতে শুষ্ক মৌসুমে পানির পরিমান কম হলেও বর্ষায় এর আসল রূপ ফোটে উঠে। এখন এ নদী তীরবর্তী মানুষ যাতায়াত, পরিবহন তথা ব্যবসা বানিজ্যে এ নদীর উপর নির্ভরশীল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস