Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান
আলাদ্দীন পার্কঃ

রাজধানী ঢাকার ধামরাই উপজেলায় সীতি গ্রামে অবস্থিত আলাদ্দিন পার্কএকটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে ওঠেছে। ঢাকার ভিতরে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে খুব অল্প সময়েই ঘুরে আসতে পারেন এই পার্কটি থেকে। প্রায় ৪০ বিঘার জমির উপর নির্মিত আলাদীন’স পার্কে ভিবিন্ন রাইডের মধ্যে রয়েছে বুল রাইড, বাম্পার কার, স্পিড স্পিনিং কার,হাইড্রলিক পেন্ডলাম, সুপার সুয়িং, ডাবল ডেক কেরোসেল, ম্যাজিক শো, টয় ট্রেন, কিডি রাইডস, ১২D ডায়নাকিম সিনেমা হল এবং প্যাডেল বোট।